ভোটের দিন সকালেই মারা গেলেন প্রার্থী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৩৮, রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১১ পৌষ ১৪২৮

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ ডিসেম্বর) ভোরে শিকলবাহা ইউনিয়নের নিজ ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 

মনির উদ্দিন তালুকদার ৮ নম্বর ওয়ার্ডে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালালেও হঠাৎ ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার দিন ভোরে তিনি মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

জানা যায়, মনির উদ্দিন তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী হয়ে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা সরব ছিলেন তিনি। ভোটগ্রহণের আগে তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share This Article

বিসিসি নির্বাচন: আরেক 'হিরণ' হয়ে উঠতে পারেন খোকন সেরনিয়াবাত!

যে কারণে আবার ক্ষমতায় আসবেন হাসিনা: ইকোনমিস্ট

স্মার্ট বাজেটে ‘স্মার্ট বাংলাদেশ’

বাজেটের ক্ষুদ্র যা কিছুতে খুশি সাধারণ মানুষ

খোকন সেরনিয়াবাত'র চরিত্র ফাঁস করলেন মাদ্রাসা শিক্ষক!

বিসিসি নির্বাচন: অবৈধভাবে চাকরিচ্যুতদের পুনর্বহালের আশ্বাস খোকন সেরনিয়াবাত'র

সৌদি আরবে কেন আটক হয়েছিলেন চরমোনাই পীর

স্যাংশন মোকাবিলা করার যোগ্যতা বাংলাদেশের আছে: কৃষিমন্ত্রী

খোকন সেরনিয়াবাত প্রার্থী হবার পরই কমে গেছে বরিশাল সিটির অধিকাংশ চাঁদাবাজি!

বিসিসি নির্বাচন: বিশ্বাসঘাতকদের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের কড়া হুঁশিয়ারি