নারী পর্যটকদের নিরাপত্তায় ‘বিশেষ এলাকা’ কক্সবাজারে!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৯, রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১১ পৌষ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

নিজস্ব সংবাদদাতা: কক্সবাজারে নারী পর্যটক বা পর্দানশীন নারীদের জন্য প্রায় ১৫০ ফিটের একটি সংরক্ষিত এলাকা করা হচ্ছে।

 

 

২৫ ডিসেম্বর কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান এসব তথ্য জানিয়েছেন।

আবু সুফিয়ান বলেন,  যারা স্বেচ্ছায় চাইবেন, তারা সেখানে গিয়ে পানিতে নামতে পারবেন।

এছাড়া শিঘ্রই চালু হচ্ছে সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং ও লকার রুম।

পর্যটন এলাকা নারীবান্ধব করার জন্য সার্বক্ষনিক নারী ট্যুরিস্ট পুলিশ রয়েছে।

গেস্ট হাউজে নারী পর্যটকদের নিরাপত্তার জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

 

Share This Article