চট্টগ্রামে শিপইয়ার্ডে আগুন, দগ্ধ দুই শ্রমিক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:২৯, শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১০ পৌষ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে যমুনা শিপইয়ার্ড নামে একটি জাহাজ ভাঙ্গা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন শ্রমিক।

 

আহত ও দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে আহত হয়েছেন, ফিরোজ ও মিজানুর রহমান। আর দগ্ধরা হলেন, সোহেল রানা ও জাহিদ হাসান।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শীতলপুরে অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে শ্রমিকরা যমুনা শিপ ব্রেকার্সে কাজ করতে গিয়েছিলেন। কাজ করার সময় সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। এ ঘটনায় আহত চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, ‘সকালে শিপইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজন দগ্ধ হয়েছেন। অন্য দুজন লাফিয়ে পড়ে হাতে এবং কোমরে আঘাত পেয়েছেন।’

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article