যে কারণে ৫ বছরে নাগরিকত্ব ছেড়েছে সাড়ে ৬ লাখ ভারতীয়

ভারতীয়দের মধ্যে দেশ ত্যাগের হিড়িক পড়েছে। বিগত ৫ বছর সময়ের মধ্যে প্রায় সাড়ে ৬ লাখ ভারতীয় ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়ে নিজ দেশ ত্যাগ করে অন্য কোথাও বসবাস করছেন।
এমনিতেই কুসংস্কারের জন্য বিশ্বের আধুনিক সমাজের সাথে খাপ খাওয়াতে না পারা চলমান সরকারের ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন পশ্চাদমুখী রাজনীতি জাতিগত বিদ্বেষ, এছাড়াও উন্নত স্বাধীন জীবনযাপনের জন্য ভারতীয়রা নিজ দেশের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন, যা বিরল একটি ঘটনা। যা গোপনে ঘটে চলেছে।
গত পাঁচ বছরে ৬ লাখেরও বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। গতকাল মঙ্গলবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় সরকারিভাবে ওই তথ্য জানানো হয়েছে।
লোকসভায় বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, গত বছরগুলোতে, ৬ লাখেরও বেশি লোক ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, মোট ১ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার ৭১৮ জন ভারতীয় নাগরিক বিদেশে বসবাস করছেন।
একটি প্রশ্নের লিখিত উত্তর দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে ১ লাখ ৩৩ হাজার ৪৯ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছিলেন। ২০১৮ সালে নাগরিকত্ব ছাড়েন ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন। ২০১৯ সালে নাগরিকত্ব ছাড়েন ১ লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিক। ২০২০ সালে ৮৫ হাজার ২৪৮ জন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ১১ হাজার ২৮৭ জন ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।