চা পাঠিয়ে ইরানের পাওনা শোধ করবে শ্রীলংকা

অনলাইন ডেস্ক:
ঋণের ভারে ন্যুব্জ দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলংকা। মাসিক কিস্তিতে চা পাঠিয়ে ইরানের কাছ থেকে তেল আমদানির বকেয়া ২৫ কোটি ১০ লাখ ডলারের পাওনা শোধের পরিকল্পনা করেছে দেশটি। শ্রীলংকার একজন মন্ত্রী বৈদেশিক রিজার্ভ কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন।
দেশটির বৃক্ষরোপণমন্ত্রী রমেশ পাথিরানা জানান, চার বছরে ‘হৃষ্টপুষ্ট’ হওয়া ইরানের কাছে ওই দেনা প্রতি মাসে ৫০ লাখ ডলারের চা পাঠিয়ে শোধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশটির চা বোর্ডের একজন সদস্যের বরাত দিয়ে বুধবার রয়টার্স জানিয়েছে, বিদেশি ঋণ মেটাতে এই প্রথমবারের মতো চা বিনিময় করতে যাচ্ছে শ্রীলঙ্কা।
পাথিরানা আরও বলেন, ‘ইরানের ওপর জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা থাকলেও চা পাঠিয়ে ঋণ শোধ করলে ওই অবরোধের কোনো বিধি লঙ্ঘন হবে না। চা খাদ্যপণ্য হিসাবে বিবেচিত এবং সেই হিসাবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। আর কালো তালিকাভুক্ত ইরানের কোনো ব্যাংকেরও সঙ্গেও লেনদেনে যেতে হবে না।’
এ সময় তিনি আরও বলেন, ‘ইরানে সিলন টি পাঠানোর এই বিনিময় পরিকল্পনার মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রার সঙ্কট এড়ানো যাবে, কারণ সরকার দেশের কোম্পানিগুলোর কাছ থেকে চা কিনবে স্থানীয় মুদ্রায়।’