আয়কর বিভাগের হানায় ব্যবসায়ীর বাড়িতে মিলল ১৫০ কোটি টাকা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৪, শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৯ পৌষ ১৪২৮
পীযূষ জৈন
পীযূষ জৈন

অনলাইন ডেস্ক:
ভারতের কানপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১৫০ কোটি টাকার নোট জব্দ করেছে আয়কর বিভাগ। পীযূষ জৈন নামে কানপুরের ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ওই বিপুল পরিমান অর্থ উদ্ধার করা হয়। একইসঙ্গে তল্লাশি চালানো হয়েছে তার একাধিক প্রতিষ্ঠানেও।

কানপুরের আয়কর বিভাগের প্রকাশ করা এক ছবিতে দেখা গেছে, কর্মকর্তরা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন।খবর আনন্দবাজার পত্রিকার।

অন্য ছবিতে দেখা যায়, পীযূষের বাড়ির আলমারি ভর্তি টাকা। যে নোট রাখা হয়েছে ছোটছোট বাক্সে। হলুদ টেপ দিয়ে যে বাক্সের মুখ বন্ধ করা।

শুক্রবার সকালে ১৫০ কোটি টাকার নোট উদ্ধার করা হয়েছে। তবে গণনা সম্পূর্ণ হয়নি। কানপুরের সঙ্গে মুম্বাইয়েও পীযূষের অফিসে তল্লাশি চালানো হচ্ছে।

কর ফাঁকি দেওয়ার অভিযোগেই আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন। কর্মকর্তরা জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া ইনভয়েস দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়ো সংস্থার নামেও ইনভয়েস তৈরি করার অভিযোগ ছিল। ৫০ হাজার টাকার ২০০টি এমন ভুয়া ইনভয়েস পাওয়া গেছে পীযূষের সংস্থার বিরুদ্ধে।

Share This Article