লঞ্চে আগুন: বাঁচানো গেলো না শিশু মারজিয়াকে
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০২:০১, শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৯ পৌষ ১৪২৮

বরিশাল প্রতিনিধি:
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ মারজিয়া আক্তার নামের এক শিশু মারা গেছে। শুক্রবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বলে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম নবীন জানিয়েছেন।
৭১ জনকে আহত ও দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বিষয়ঃ
বাংলাদেশ