টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৯, বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ২১ আশ্বিন ১৪২৯
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

এই প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে এ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়েছে, শুক্রবার দুপুর পৌনে ২টায় রাষ্ট্রপতি সড়কপথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বিকাল সোয়া ৪টায় তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে তার উপস্থিত হওয়ার কথা রয়েছে।

বিকাল সাড়ে ৪টায় সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু ও তার পরিবাবের নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ ছাড়া পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন।

বিকাল পৌনে ৫টায় বঙ্গবন্ধু ভবনে চা চক্রে অংশ নেবেন রাষ্ট্রপতি। সোয়া ৫টায় টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানী উপজেলার মধুমতি (কালনা) সেতু পরিদর্শনে যাবেন।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাষ্ট্রপতি মধুমতি সেতু থেকে মাদারীপুর জেলার শিবচরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছে তিনি প্রয়াত রাজনীতিবিদ ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও তার নামে প্রতিষ্ঠিত ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি শিবচর থেকে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, রাষ্ট্রপতির আগমন কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Share This Article


রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি মানবাধিকার কমিশনের আহ্বান

কেন্দ্রের বাইরে ব্যালট পেপার সরবরাহ, প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২

শিশু ও মাতৃমৃত্যু রোধে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ: স্বাস্থ্য মন্ত্রী

আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩ লাখ টাকা জরিমানার বিধান রেখে গ্রাম আদালত বিল পাস

প্রধানমন্ত্রী হজ কার্যক্রমের উদ্বোধন করবেন আজ

আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর জন্মদিন

১৩৯ উপজেলায় ভোট চলছে

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত

তুরস্কের যুদ্ধজাহাজ চট্টগ্রামে

প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

চাল-শাকসবজি-আমসহ অনেক ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে