এবার কাবুল পাসপোর্ট অফিসের সামনে আত্মঘাতী হামলা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৪৩, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৮ পৌষ ১৪২৮

অনলাইন ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাসপোর্ট অফিসের সামনে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। তালেবান সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

তালেবান সরকারের ওই মুখপাত্র আরও জানান, এই ঘটনায় আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পাসপোর্ট চত্বরে প্রবেশের চেষ্টাকালে ওই হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী এক তালেবান সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এ সময় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর পাসপোর্ট ভবন ও আশেপাশের রাস্তা তালেবানের নিরাপত্তা রক্ষীর ঘিরে রেখেছে।

কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর পাসপোর্টের কার্যক্রম ফের চালু হওয়ায় সাম্প্রতিক দিনগুলোতে ভ্রমণের ডকুমেন্ট পাওয়ার জন্য পাসপোর্ট অফিসের বাইরে বিপুল সংখ্যক আফগানরা ভিড় করেছে।

তবে বৃহস্পতিবার শুধু তালেবান কর্মকর্তাদের পাসপোর্টের কাজের জন্য নির্দিষ্ট রাখা হয়েছে।

Share This Article