‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য মনোনীত বশেমুরবিপ্রবির ৭ শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিনিধি : ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাত শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক- এর জন্য ইউজিসিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী হলেন- বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুল্লাহ আল আমিন, মানবিক অনুষদের বাংলা বিভাগ থেকে তনিমা সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগ থেকে রফিকুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী এস এম ইসমাইল হোসেন, আইন অনুষদ থেকে আইন বিভাগের শিক্ষার্থী সুলতানা আঞ্জুমান, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান এবং কৃষি অনুষদ থেকে কৃষি বিভাগের শিক্ষার্থী জিয়াসমিন আক্তার।