আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৭, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৮ পৌষ ১৪২৮

আন্তর্জাতিক ডেস্ক : ত্রাণ পাঠানো যে বাধাগ্রস্ত না হয় আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠানোর ব্যাপারে কিছুটা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

তালেবানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে জাতিসংঘসহ দেশটির অন্য দাতব্য সংস্থাগুলো যেন ত্রাণ পাঠাতে বাঁধাগ্রস্ত না হয় সেজন্য এই অনুমোদনের ঘোষণা দিল বাইডেন প্রশাসন।

দেশটির অর্থ বিভাগের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর জাতিসংঘসহ তিনটি সংস্থাকে আনুষ্ঠানিকভাবে তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের সাথে লেনদেন ও বাণিজ্যের লাইসেন্স প্রদান করে। আগস্টে তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে মারত্মক মানবিক বিপর্যয়ের মধ্যেই এই অনুমোদনের ঘোষণা দিল মার্কিন প্রশাসন। আফগানি জনগণকে সহায়তার জন্য নিজেদের দায়বদ্ধতা থেকেই এই ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

এদিকে, দেশটিতে সহায়তা পাঠাতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

 

Share This Article