সৌদিতে নাচ-গানের বিশাল আয়োজন করেছে রাজপরিবার

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে হয়ে গেল বিশাল এক সংগীত উৎসব। রিয়াদের মরুভূমিতে চার দিনের উৎসবে ছিল আলোর ঝলকানি। সোমবার শেষ হওয়া এই সংগীত উৎসবে জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা মাতিয়েছেন মঞ্চ। নেচে-গেয়ে তাদের সঙ্গ দিয়েছেন নারী-পুরুষ সবাই। রেকর্ড ৭ লাখ ভক্তের উপস্থিতি ছিল সেখানে।
রিয়াদের মরুভূমিতে এই উৎসবের অনুমতি ও অর্থায়ন করেছে সৌদি রাজপরিবার। বিশ্বের বিভিন্ন স্থান থেকে জনপ্রিয় সব তারকা সংগীত উৎসবে যোগ দেন। টিয়েস্তো, মার্টিন গ্যারিক্স, ডেভিড গুয়েটার মতো তারকারাও ছিলেন। এ ছাড়া বিশ্বের জনপ্রিয় সব ডিজে (ডিস্ক জকি) উৎসবের মঞ্চ মাতিয়েছেন। এমন উৎসবের আয়োজন সৌদিতে বিরল ঘটনা। খবর টাইমস অব ইসরায়েলের।
ডিজে ডেভিট গুয়েটা বলেন, ‘প্রথমবারের মতো (সৌদি আরবে) সবাই একসঙ্গে নাচার সুযোগ পেয়েছিল। এ ছাড়া সৌদি আরবের জন্য এটা ঐতিহাসিক একটা ঘটনা। এমন ঐতিহাসিক একটি মুহূর্তের অংশ হতে পেরে আমি আনন্দিত।’
উৎসবে নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থা ছিল না। এমনকি ধর্মীয় কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। এ আয়োজনের মধ্য দিয়ে দেশটি বড় এক পরিবর্তনের সাক্ষী হয়ে থাকল।