অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণ করে পালানো সেই সাব্বির আটক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪৬, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৮ পৌষ ১৪২৮

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম- মো. সাব্বির (২১)।

২২ ডিসেম্বর রাতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৪ এর অপারেশন অফিসার মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ নভেম্বর ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল শান্তিনগর এলাকায় একজন ৩ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের শিকার হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

তিনি জানান, এই ঘটনার পরপরই এজাহরনামীয় ১নং আসামি সাব্বির এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে পুলিশের পাশাপাশি র‌্যাব ওই মামলাটির ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায় যে, এজাহারনামীয় ১নং আসামি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক ২২ ডিসেম্বর সাড়াশি অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন জামালদিবাজারের সামনে থেকে ধর্ষক সাব্বিরকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


কক্সবাজারে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

হাসপাতালে বেড়েছে গরমের রোগী

সাঁতার শিখতে গিয়ে পদ্মায় প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামে ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৭

নারায়ণগঞ্জে বাসচাপায় বাবা-ছেলে নিহত, আহত মা

চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই: ইসি আলমগীর

পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

নাফ নদ দিয়ে বাংলাদেশে ঢুকল মিয়ানমারের ১৩ বিজিপি সদস্য

দাবদাহে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি