পায়রা বন্দর থেকে আয় ৩২৭ কোটি টাকা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৯, বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ১৬ অগ্রহায়ণ ১৪২৮
পায়রা বন্দর
পায়রা বন্দর

দেশের উন্নয়নে অর্থনৈতিক জোগানে এগিয়ে যাচ্ছে তৃতীয় বৃহত্তম সমুদ্র বন্দর পায়রা।

২০১৬ সালের ১ আগস্ট বাণিজ্যিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে খুলে যায় অর্থনীতির তৃতীয় দরজা।  

 

২০১৬-২০২১ অর্থবছরে এই বন্দরে ১৬২টি জাহাজ চলাচল করেছে। এতে আয় হয়েছে ৩২৭ কোটি টাকা।

জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বন্দরে নিয়মিত সার্ভ করছে হাইড্রোগ্রাফ সার্ভে জাহাজ।

এই বন্দরের পরিধি বিস্তৃত করতে বুয়েটের গবেষকরা মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে।  

ইতোমধ্যে মাল্টিপারপাস ভবন, ওয়ার্কশপ ও পাঁচতলা অফিসার্স কোয়ার্টার নির্মাণ সম্পন্ন হয়েছে।

পায়রা বন্দর উন্নয়নে এ পর্যন্ত ৩ হাজার ৮৪ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় হয়েছে।

অবকাঠামো উন্নয়নে চলতি ২০২১-২২ অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ২১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় হয়েছে।

এ পর্যন্ত পায়রা বন্দরের সামগ্রিক অগ্রগতি ৮৩.৩৯ শতাংশ ।

৩০ নভেম্বর সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ পরিবহন মন্ত্রণালয়ের  বৈঠকে উপস্থাপিত কার্যপত্র থেকে এসব তথ্য পাওয়া যায়।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article