প্রশাসনকে ধন্যবাদ ,বাকি ৩ দাবির বাস্তবায়ন চান ঢাবি ছাত্রীরা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২৩, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৮ পৌষ ১৪২৮

নিউজ ডেস্কঃ বুধবার (২২ ডিসেম্বর) রাতে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তারা বাকি তিন দাবিও বাস্তবায়নের দাবি জানান। 

শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের এই যৌক্তিক দাবিটি মেনে নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে আমাদের বাকি যে তিন দাবি সেগুলো গ্রহণ না করায় আমরা পুরোপুরি সন্তুষ্ট না। প্রত্যেকটি দাবি আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। ছাত্রীরা দিনের পর দিন সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে। আমরা এই দাবিগুলোরও বাস্তবায়ন চাই।

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাধারণ সম্পাদক সাগুফতা বুশরা মিসমা বলেন, এই দাবিটি মেনে নেওয়ায় আমরা সবাই আনন্দিত। এখন মেয়েগুলো থাকার মতো সেফ (নিরাপদ) একটা জায়গা পাবে। এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার এবং এজন্য প্রশাসনে ধন্যবাদ। বাকি দাবিগুলোও বিবেচনায় নেওয়া উচিত ছিল।

এ সময় তিনি ‘স্থানীয় অভিভাবক’র পরিবর্তে ‘জরুরি যোগাযোগ’ শব্দটি রাখা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল ও জরুরি প্রয়োজনে তাদের হলে অবস্থান করতে দেওয়ার দাবিগুলোরও বাস্তবায়নের দাবি জানান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দাবির মুখে বুধবার সন্ধ্যায় প্রভোস্ট কমিটির এক সভায় এই সুপারিশ করা হয়। এর আগে শামসুন নাহার হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বিবাহিত দুই ছাত্রীর সিট নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এরপর থেকেই পাঁচটি ছাত্রীহলের শিক্ষার্থীরা নানাভাবে প্রতিবাদ জানিয়ে আসছিলেন।

Share This Article


সিআইপি হলেন ১৮৪ বিশিষ্ট ব্যবসায়ী

হুন্ডি ব্যবসায় জড়িত ৫০২৯ এজেন্টশিপ বাতিল

যেকারণে ডোনাল্ড লু'র আসন্ন সফরকে তাৎপর্যপূর্ণ মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ডোনাল্ড লু কেন ঢাকায় আসছেন, কারণ জানালেন পররাষ্ট্রসচিব

পাঁচ দফা পলিশ করে চাল চকচকে করা হচ্ছে : খাদ্যমন্ত্রী

আমেরিকান কালার কসমেটিকস হারল্যানে ২৫% ছাড়

টঙ্গী থেকে দিয়াবাড়ি পর্যন্ত বিআরটিসি বাস চালু

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ: ইসি আলমগীর

৪৬তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ ১০৬৩৮

কোনো প্রকল্পে ‘শেখ হাসিনা’ নাম না রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

মিল্টন সমাদ্দারকে কারাগারে আটক রাখার আবেদন