১ জানুয়ারি বই উৎসব হবে না, তবে বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০১, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৮ পৌষ ১৪২৮

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার মাতুয়াইল প্রেস পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন। 

তিনি বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ ভাগ স্কুলে বই পৌঁছে যাবে। জানুয়ারির প্রধম সপ্তাহে বাকিগুলো ধাপে ধাপেদেওয়া হবে শিক্ষার্থীদের।

মন্ত্রী আরও বলেন, আমরা প্রেস ঘুরে দেখলাম। মান ঠিক আছে বলে মনে হলো। এছাড়া এনসিটিবি থেকে প্রতি সপ্তাহে প্রেস পরিদর্শন করা হয়। ১৫৮টি প্রেসে মাধ্যমিক ও ৪২টি প্রেসে প্রাথমিকের বই তৈরির কাজ চলছে। আমরা মান ঠিক রাখার চেষ্টা করছি। কেউ সঠিক মান না দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article