ভারতের নাগরিকত্ব চেয়ে আবেদনের ৭০ শতাংশই পাকিস্তানি, আছে বাংলাদেশিও

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৮, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৮ পৌষ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করেছেন ৭ হাজার পাকিস্তানি নাগরিক। বুধবার (২২ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

 

এদিন সাংসদ আব্দুল ওয়াহাব সংসদে জানতে চান, সাম্প্রতিককালে ভারতের নাগরিকত্ব চেয়ে কতজন আবেদন করেছেন? উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ১৪ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদনের সংখ্যা ১০ হাজার ৬৩৫টি। এরপরই জানান, এদের মধ্যে ৭০ শতাংশই পাকিস্তানি। সংখ্যায় যার পরিমাণ ৭ হাজার ৩০৬।

স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী আরও জানান, পাকিস্তানের ৭ হাজার আবেদন ছাড়াও আফগানিস্তান থেকে ১ হাজার ১৫২টি, শ্রীলঙ্কা ও আমেরিকা থেকে ২২৩টি, নেপাল থেকে ১৮৯টি, বাংলাদেশ থেকে ১৬১টি এবং রাষ্ট্রহীন ৪২৮ টি নাগরিকত্বের আবেদনপত্র কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা রয়েছে। এছাড়া গত চার বছরে ৩ হাজার ১১১ জনের নাগরিকত্বের আবেদন গৃহীত হয়েছে বলেও জানান তিনি।

আরেক প্রশ্নের উত্তরে নিত্যানন্দ রাই জানান, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের ৮ হাজার ২৪৪ জন সংখ্যালঘু হিন্দু, শিখ, জৈন ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। 

এদের মধ্যে ৩ হাজার ১১৭ জনকে নাগরিকত্ব প্রদান করেছে ভারত। তাদেরকে ‘দ্য ফরেনার্স অ্যাক্ট-১৯৪৬’, ,দ্য রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট-১৯৩৯’, ‘দ্য পাসপোর্ট অ্যাক্ট-১৯২০’ এবং ‘নাগরিকত্ব আইন-১৯৫৫’-এর ভিত্তিতে নাগরিকত্ব দেয়া হয়েছে।

Share This Article


ইমরানের দলের সঙ্গে যোগাযোগ নিয়ে যা জানালেন মাওলানা ফজলুর রহমান

ইসরাইলি গণহত্যা নিয়ে প্রতিবেদন করে হুমকির মুখে জাতিসংঘ কর্মকর্তা

গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যে ক্ষুব্ধ ভারত

বাল্টিমোর সেতুধসের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

গাজাবাসীকে সমর্থনে কখনও ইতস্তত বোধ করবে না ইরান: আয়াতুল্লাহ

প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরব

গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ‘অনেক বেশি’: যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরও গাজায় হামলা, নিহত ৮১

বাংলাদেশের অংশীদার হতে পেরে গর্বিত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বাল্টিমোর সেতু দুর্ঘটনাকে ভয়াবহ বললেন বাইডেন

বাইডেন-নেতানিয়াহু বন্ধুত্বে ফাটল