ঢাকা রক ফেস্ট আজ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৭, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৮ পৌষ ১৪২৮
ঢাকা রক ফেস্ট আজ
ঢাকা রক ফেস্ট আজ

বিনোদন ডেস্ক: আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার সবচেয়ে বড় সংগীতের আসর ঢাকা রক ফেস্ট ২.০। ১৫টি ব্যান্ডদল নিয়ে দ্বিতীয়বারের মতো এই উত্সবটি আয়োজিত হচ্ছে।

ব্যান্ডদলগুলো হলো—ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপ্টিকফেট, ইনদালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, আফটার্মাথ, ব্রক্ষ্মপুত্র, দি ট্রি, সাবকনসাস, ট্রাস, আরেকটা রক ব্যান্ড ও ক্যালিপসো। 

তবে কনসার্ট মানেই উন্মুক্ত স্থানে গান আয়োজন হলেও এবারের উত্সবটিতে সেই আমেজ থাকছে না। কনভেনশন হলে সীমিতসংখ্যক দর্শক নিয়ে কনসার্টটি অনুষ্ঠিত হবে। ব্যান্ডপ্রেমীরা নির্ধারিত দর্শনীর বিনিময়ে কনসার্টটি উপভোগ করতে পারবেন।

জানা গেছে, আজ সকাল ১০ থেকেই কনসার্টের গেট খোলা হবে এবং কনসার্ট শুরু হবে সকাল ১১টায়।

উল্লেখ্য, গত বছর করোনার কারণে এই উত্সবটি আয়োজন করতে পারেনি আয়োজকরা।

Share This Article