মিয়ানমারে জান্তার বিমান হামলা, নির্বিচারে গুলি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৫, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮

মিয়ানমারের মাগওয়ে অঞ্চলে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা সরকার। গ্রামবাসীদের ওপর আকাশ থেকেই নির্বিচারে গুলি চালানো হয়। যাদের অধিকাংশই বেসামরিক লোক বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা জানায়, গত শুক্রবার কমপক্ষে তিনটি হেলিকপ্টার নিয়ে অভিযান চালানো হয় অঞ্চলটিতে। এতে দুই শিশুসহ নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই শিশুসহ জান্তা বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্য ছিলেন। 

স্থানীয় একটি গণমাধ্যম বলছে, ম্যাগওয়ে অঞ্চলের গ্যাংগাও শহরের হানান খার গ্রামে অভিযান চালানোর পর তাদের মরদেহ পাওয়া যায়। নিহতদের মধ্যে মাত্র দুই জন মিয়ানমার সামরিক সরকারবিরোধী আন্দোলনকারী। বাকিরা ওই গ্রামের সাধারণ মানুষ।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জাও মির তুনও স্বীকার করেছেন অভিযানের কথা। তবে কোথায়, কীভাবে বা হতাহতের বিষয়ে কিছু জানায়নি জান্তা।

Share This Article