টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৩৮, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮

নিউজ ডেস্ক  : সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি বাংলাদেশকে এগিয়ে দেন। তার করা ওই গোলটিই শেষপর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article