এবার যথাসময়েই হবে একুশের বইমেলা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১২, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮
অমর একুশে বইমেলা
অমর একুশে বইমেলা

আগামী ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা। স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা সাধারণের প্রবেশের পাশাপাশি এবার বাড়ানো হবে স্টল সংখ্যাও।

 

বই মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল উদ্দিন আহমদ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতে বইমেলায় ক্রেতা ও পাঠকরা আসতে পারেন সেই প্রস্তুতি গ্রহণ করছে বাংলা একাডেমি।

এর আগে ২০২০ সালে লকডাউন থাকায় বইমেলার আয়োজন হয়নি। ২০২১ সালেও সীমিত পরিসরে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি। 

জানা গেছে, ২০২২ সালের গ্রন্থমেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এবারের অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করবেন বলে আশা ব্যক্ত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

বই মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল উদ্দিন আহমদ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলা নিয়ে বইপ্রেমী মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। বইমেলা শুরু হলে জনসাধারণের পদচারণায় মুখর হবে বইমেলা প্রাঙ্গণ। 

বাংলা একাডেমিও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতে বইমেলায় ক্রেতা ও পাঠকরা আসতে পারেন সেই প্রস্তুতি গ্রহণ করছে। গত বছর বইমেলায় ৪৬০টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করেছিল, তারা এবারও বইমেলায় অংশ নেবেন। সেই সঙ্গে এবার নতুন কিছু স্টল বাড়তেও পারে।


দেশে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গতবছর অমর একুশে গ্রন্থমেলা পিছিয়ে শুরু হয় ১৮ মার্চ থেকে, চল ১৪ এপ্রিল পর্যন্ত। তবে এবার নির্দিষ্ট সময়ই গ্রন্থমেলা শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ। 

Share This Article


‘রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে’

‘রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের আইনের আওতায় আনা হবে’

চার দফা না মানলে আট দফা নিয়ে কথা বলার সুযোগ নেই

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী

তালিকা হচ্ছে গা-ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের

আত্মগোপনে বিএনপি নেতা-কর্মীরা

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার আনা এখন সময়ের দাবি: আরেফিন সিদ্দিক

আন্দোলনকারীদের থেকে ইতিবাচক বার্তা পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের নিজগৃহে অবস্থানের অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের

‘কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে’

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ