ভক্তকে পান খাইয়ে ধর্ষণ করল ভণ্ড পীর

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৪, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮

জেলা প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে এক ভক্তকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভণ্ড পীরের বিরুদ্ধে।

বুধবার (২২ ডিসেম্বর) সাগর আলী (৪৫) নামের পীরের এক সহযোগীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার সাগর আলী গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ মিতালী ক্লাব উত্তরপাড়া এলাকার মৃত মেহের আলীর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) অঞ্চল ৭-এর আমবাগ অফিসের নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

এ ঘটনায় মাসুদ মিয়া (৫০) নামের ওই ভণ্ড পীর পলাতক। তিনি টাঙ্গাইলের মির্জাপুর থানার সাফর্তা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী (৩৪) বাসাবাড়িতে কাজ করেন। তার দুই সন্তান রয়েছে। প্রায় চার বছর ধরে তার নন্দাই সাগর আলী ওই পীরের মুরিদ। তার সুবাদে তিনিও ভণ্ড পীর মাসুদের ভক্ত ছিলেন। মাসুদ মাঝেমধ্যেই সাগর আলীর বাসায় আসা-যাওয়া করতেন এবং বিভিন্ন নীতিকথা শোনাতেন।

রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পীর আসছে বলে সাগর আলী ওই নারীকে তার বাসায় আসতে বলেন। নন্দাইয়ের কথামতো তিনি তার স্বামী ও দুই সন্তানকে বাসায় রেখে ওই বাসায় যান। এসময় আগের মতোই ভণ্ড পীর মাসুদ হাদিসের বাণীসহ দিক-নির্দেশনামূলক কথাবার্তা শোনান। রাত ১১টার দিকে নন্দাই তাকে একটি পান খেতে দেন।

পান খাওয়ার পরে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন ওই নারী। পরে সাগর মিতালী ক্লাব এলাকায় তার (ভুক্তভোগী নারী) নিজ বাড়িতে চৌকিতে নিয়ে শুইয়ে রাখেন নন্দাই। কিছুক্ষণ পর ভণ্ড পীর মাসুদ গিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। একপর্যায়ে তার স্বামী দেখে ফেলেন। স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এসময় কৌশলে মাসুদ মিয়া পালিয়ে যান।

এ ঘটনায় বাদী বুধবার কোনাবাড়ি থানায় মামলা করেন ধর্ষণের শিকার নারীর স্বামী। পরে গতকালই মাসুদ মিয়ার সহযোগী সাগর আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


কক্সবাজারে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

হাসপাতালে বেড়েছে গরমের রোগী

সাঁতার শিখতে গিয়ে পদ্মায় প্রাণ গেল ২ জনের

চট্টগ্রামে ভূমিকম্প, মাত্রা ৩ দশমিক ৭

নারায়ণগঞ্জে বাসচাপায় বাবা-ছেলে নিহত, আহত মা

চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই: ইসি আলমগীর

পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

নাফ নদ দিয়ে বাংলাদেশে ঢুকল মিয়ানমারের ১৩ বিজিপি সদস্য

দাবদাহে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি