দখলদারদের চক্র ভেঙ্গে খাস জমি উদ্ধার করতে হবে: পরিকল্পনামন্ত্রী
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:৪৩, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, খাস জমির দখলদারদের চক্র অনেক শক্তিশালী। চরের খাস জমি উদ্ধারে এই চক্র ভাঙতে হবে।
বুধবার ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘চরের মানুষের জন্য ভূমি: সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক এক সংলাপে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন ৷
এম এ মান্নান বলেন, নানাভাবে চরের জমি দখল হয়ে যাচ্ছে। এমপি, এনজিও মালিক, প্রফেসর সবাই চরের খাস জমি দখল করছে। যারা এসব করে তারা অনেক শক্তিশালী। এরা মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে। মাথায় হাত বুলিয়ে হোক বা আইনের দ্বারা এসব খাস জমি উদ্ধার করতে হবে।
তিনি আরও বলেন, এখন কিন্তু আমরা ঔপনিবেশিক আমলে বসবাস করছি না। একই চক্র হাজার হাজার বিঘা জমি দখল করবে এটা হতে পারে না।
বিষয়ঃ
বাংলাদেশ