দমকা হাওয়ার জেরে ঘুড়ির সঙ্গে উড়ে গেলেন আকাশে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৫, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮
শ্রীলঙ্কায় ঘুড়ির সঙ্গে উড়ে গেলেন এক ব্যক্তি
শ্রীলঙ্কায় ঘুড়ির সঙ্গে উড়ে গেলেন এক ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক: বন্ধুরা মিলে বানিয়েছিলেন ঢাউস ঘুড়ি। সেটি ওড়ানোর বন্দোবস্ত করেন সবাই। সবাই মিলে ঘুড়ির সুতো ছাড়তে শুরু করেন হাওয়ার বেগের সঙ্গে। ঘুড়িও একটু একটু করে উড়তে শুরু করে। 

তবে হঠাৎ দমকা হাওয়ার জেরে ঘুড়িটি দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে। বাকিরা সুতো ছেড়ে দিলেও এক ব্যক্তি সেটা ধরেছিলেন। ফলে তাকে নিয়েই উড়তে শুরু করে ঘুড়িটি। এক সময় সেই সুতো ধরে উড়তে উড়তে ৩০ ফুট উচ্চতায় পৌঁছে যান ওই ব্যক্তি।

সোমবার (২২ ডিসেম্বর) এই ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার জাফনার পেড্রো পয়েন্টে। এই সময় ওখানে ‘তাই পোঙ্গল’ নামে ঘুড়ি উৎসব হয়। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ছয় বন্ধু মিলে বিশাল একটি ঘুড়ি বানিয়ে তারই মহড়া দিচ্ছিলেন। কিন্তু সেই মহড়া দিতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হলেন তারা।

৩০ ফুট উচ্চতা থেকে প্রাণ বাঁচার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। নিচ থেকে বন্ধুরা চিৎকার করে তাকে বলছিলেন সুতোটা ছেড়ে দিতে। কিন্তু এতো উচ্চতায় উঠে গিয়েছিলেন যে তার পক্ষে সেই সুতো ছেড়ে দেওয়াটাও প্রাণঘাতী হতে পারতো। কিন্তু প্রাণ বাঁচাতে সাহসে করেই সেই উচ্চতা থেকেই লাফ দেন তিনি। বেঁচেও যান তিনি। 

Share This Article


রাশিয়ার দুই অঞ্চলে ড্রোন হামলা

রবিবারের ভোটে এরদোগানের ভাগ্য নির্ধারণ

ইউক্রেনের স্বাস্থ্যকেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

৬০ হাজার ইউক্রেনীয়র কাছে ত্রাণ পাঠানো যাচ্ছে না: জাতিসংঘ

থাইল্যান্ডের কাছে যুদ্ধবিমান বিক্রিতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের

জাপানে পুলিশসহ ৪ জনকে হত্যায় স্পিকারের ছেলে গ্রেফতার

পশ্চিমা হুমকি ঠেকাতে পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে রাশিয়া

ইসরাইল-মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ইরানের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র

বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ এখন নরওয়েতে, ক্ষুব্ধ রাশিয়া

পাকিস্তানে ‘অঘোষিত সামরিক আইন’, সুপ্রিমকোর্টে ইমরান খান

যে কারণে খাদিজাকে হন্যে হয়ে খুঁজছে পাকিস্তান পুলিশ

চলতি বছর যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত প্রায় ১৪ হাজার