অর্থনৈতিক স্বাধীনতা সূচক: ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৫৯, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

মোহাম্মাদ এনামুল হক এনা: অর্থনৈতিক স্বাধীনতার মূল্যায়ন করে ১৭৮টি দেশের একটি সূচক প্রকাশ করেছে হেরিটেজ অর্গানাইজেশন।

 

ওই সূচকে প্রতিবেশি দুই দেশ পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ সূচকে ৫৬.৫ পয়েন্ট নিয়ে তালিকার ১২০তম অবস্থানে রয়েছে।

সমান পয়েন্ট থাকলেও ১২১তম অবস্থানে রয়েছে ভারত।

আর সূচকে ৫১.৭ পয়েন্ট নিয়ে ১৫২ নম্বরে রয়েছে পাকিস্তান ।

তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ড।

তালিকার তলানিতে রয়েছে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, কিউবা, সুদান ও  জিম্বাবুয়ে।

সরকারের আকার, আইনি প্রক্রিয়া ও সম্পত্তির অধিকার, অর্থের স্থিতি, আন্তর্জাতিক বাণিজ্যের অধিকার এবং নিয়ন্ত্রণকারী আইনের ওপর ভিত্তি করে ২১ ডিসেম্বর সূচকটি প্রকাশ করেছে সংস্থাটি।

Share This Article