আইভীকে বিজয়ী করতে একমঞ্চে নারায়নগঞ্জ আ.লীগ!

নিজস্ব প্রতিবেদক: দলীয় মেয়রপ্রার্থী সেলিনা হায়াত আইভীর জয় নিশ্চিত করতে ভেদাভেদ ও মান-অভিমান ভুলে দলীয় নেতাকর্মীদের একাট্টা করতে রুদ্ধধার বৈঠক করেছে নারায়নগঞ্জ আওয়ামী লীগ। ২১ ডিসেম্বর নগরীর ২নং রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তগুলো হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে ২৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে নগরীর শেখ রাসেল পার্কে বিজয় সমাবেশ করবে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সমাবেশের আলোচনার বিষয় থাকবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামা।
এই সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা একমঞ্চে আসছেন। সেই সাথে সমাবেশ সফল করার জন্য তারা সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পদে মনোনয়নবঞ্চিত ও শামীম ওসমানপন্থী হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।