মোংলায় আসলো মেট্রোরেলের আট কোচ ও ৪ ইঞ্জিন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪৩, বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৭ পৌষ ১৪২৮

বাগেরহাট প্রতিনিধি:
ঢাকা মেট্রোরেলের ৭ম চালানে আটটি রেলওয়ে কোচ ও চার ইঞ্জিনসহ অন্যান্য মালামাল নিয়ে জাপান থেকে আসা বিদেশি বাণিজ্যিক জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে। মঙ্গলবার দুপুর ২টা ৪৮ মিনিটে বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ার পর জাহাজটি হতে তিনটি কোচ নামানো হয়েছে। বাকিগুলো বুধবার নামানো হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।

বিদেশি জাহাজ এসপিএম ব্যাংকক’র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, গত ২ ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ঢাকা মেট্রোরেলের আটটি রেলওয়ে কোচ, চারটি ইঞ্জিন ও ৪৪ প্যাকেজের ৪৯০ মে. টন ওজনের মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসা এসপিএম ব্যাংকক মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভিড়ে। এরপরিআট নম্বর জেটিতে অবস্থানরত ওই জাহাজটি থেকে তিনটি কোচ নামানো হয়েছে। বাকি কোচ ও ইঞ্জিনসহ অন্যান্য মালামাল বুধবার সকাল থেকে পুনরায় খালাসে কাজ শুরু করা হবে। জাহাজ থেকে খালাস করে এসব পণ্য বার্জে (নৌযান) নামানো হচ্ছে। বার্জে করেই এ সব মালামাল ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে নেয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, গত ৩১ মার্চ ঢাকা মেট্রোরেলের সর্ব প্রথম চালানে ছয়টি কোচ/বগি নিয়ে মোংলা বন্দরে আসে এসপিএম ব্যাংকক। এরপর ধারাবাহিকভাবে ৫ মে এম,ভি ওশান গ্রেস জাহাজে ছয়টি কোচ, ২০ জুলাই এম,ভি হরিজন-৯ জাহাজে ১০টি কোচ ও ২টি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি প্রেসার্স কোরাল, ২ অক্টোবর ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ নিয়ে এম,ভি এসপিএম ব্যাংকক ও ১২ নভেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি ব্রাইট কোরাল এ বন্দরে আসে।

তিনি বলেন, অধিকতর গুরুত্বের সঙ্গেই আমরা মেট্রোরেলের এ মালামাল খালাস ও পরিবহনে সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছি। শুধু মেট্রোরেলই নয়, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু রেল সেতুসহ দেশের চলমান মেগা প্রজেক্টের পণ্য আসছে এ বন্দর দিয়েই। এতে বন্দরের সেবার মান বৃদ্ধির পাশাপাশি বেড়েছে এ বন্দরের ব্যাপক কর্মচাঞ্চল্যও।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আসছেন আরও ৪ লাখ মানুষ

‘স্বনির্ভর দেশ গড়তে প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে হবে’

এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

ঢাকায় ভিসা সেন্টার খুলল চীন

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান, কে এই বাংলাদেশি নারী?

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে

তীব্র গরমে হাসপাতালে বাড়ছে শিশু রোগী

এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের ভয়ঙ্কর ৩২ দিন!

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর