ভোট চাওয়ায় চেয়ারম্যান প্রার্থীর স্ত্রীর উপর দুর্ধর্ষ হামলা!

নিজস্ব সংবাদদাতা: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ২৬ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চাইতে গেলে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রীর উপর হামলা চালিয়েছে অপর প্রতিদন্দী প্রার্থীর সমর্থকরা।
জানা যায়, আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মােঃ জসিম উদ্দিন খান এর স্ত্রী ৩ নাম্বার ওয়ার্ডের বেপারি বাড়িতে ভোট চাইতে গেলে চশমা প্রতিকের সমর্থকরা হামলা চালায়।
এ সময় জসিমের স্ত্রী বুবলির সাথে থাকা আড়াইবড়ি স্বর্ণ ও নগদ ৩৫০০ টাকা লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। হামলায় বুবলি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মােঃ জসিম উদ্দিন খান।
দক্ষিন ভাটিতার নাছির সরদার (৩০), সাইফুল হাওলাদার (২৫), উত্তর রামভদ্রপুরের জামাল মৃধা (৩২) কে এ ঘটনায় আসামী করা হয়েছে।
দ্রুত সময়ে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভেদরগঞ্জ থানা পুলিশ।