বাংলাদেশের অর্থনীতি প্রতিবেশিদের চেয়ে অগ্রসরমান: আইএমএফ

স্টাফ রিপোর্টার: চলমান মহামারির অভিঘাতের মধ্যে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতি উজ্বল বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল -আইএমএফ।
করোনা মহামারির প্রভাবে অন্যান্য দেশগুলো যেখানে দিশেহারা, সেখানে বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থাটি।
সরকারের অনুকূল নীতি সহায়তা অব্যাহত থাকায় চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৬ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে বলে মনে করেন সংস্থাটির নীতি নির্ধারকরা।
সম্প্রতি আইএমএফ এর একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের পর্যবেক্ষণ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরেন।
মহামারির মধ্যে গত দুই বছরে সরকারের ধার বেড়ে গেলেও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও দেশে টিকাদান পরিস্থিতির উন্নতি হওয়ায় ঋণের বোঝা নিয়ে ঝুঁকি দেখছে না আইএমএফ।
অর্থনীতি এই গতিপথ ধরে রাখতে পারলে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বলে জানায় আইএমএফ।