চট্টগ্রামে হেলে পড়েছে একটি তিনতলা ও একটি দোতলা ভবন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৮, মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৬ পৌষ ১৪২৮
হেলে পড়া ভবন
হেলে পড়া ভবন

চট্টগ্রামের সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় দুইটি ভবন হেলে পড়েছে, যার মধ্যে রয়েছে একটি তিনতলা ভবন ও একটি দোতলা ভবন। ইতোমধ্যেই আতঙ্কের মুখে ভবন দুটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের।

২০ ডিসেম্বর সোমবার রাতে মাঝিরঘাট স্ট্যান্ডরোড সংলগ্ন পার্বতী ফকিরপাড়া এলাকায় গুলজার খাল সংলগ্ন এ ভবন দুটি হেলে পড়ে। এর পাশে থাকা একটি মন্দিরও ঝুঁকিতে পড়েছে বলে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

সদরঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বপন বাবুর তিন তলা ও মনোরঞ্জন দাসের দুই তলা বিষিষ্ট ভবন দুটি ২ থেকে ৩ ফুট হেলে পড়ে। এ সময় ভবন দুটি ও আশপাশে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাতেই ভবন দুটির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

জলাবদ্ধতা নিরসনে ভবন দুটির পাশে প্রকল্পের কাজ চলছিল। সেখানে মাটি সরে যাওয়ায় ভবন দুটি হেলে পড়েছে বলে ধারণা করছেন ভবন দুটির মালিকরা।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article