১০ বছরের লারিসা সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৩, সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৫ পৌষ ১৪২৮
১০ বছরের লারিসা
১০ বছরের লারিসা

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিন বাংলা চ্যানেল নামে পরিচিত সাগরপথে প্রায় ১৬ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন ৭৯ সাঁতারু। তাদের মধ্যে লারিসা নামে ১০ বছর বয়সি একজন কিশোরী এবং ফ্রান্সের একজন নাগরিকও রয়েছেন। সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে তারা শাহপরীরদ্বীপ সৈকত পয়েন্ট থেকে সাঁতার শুরু করেন।

ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা আয়োজিত বাংলা চ্যানেল সাঁতার এবারও উৎসর্গ করা হয়েছে বাংলা চ্যানেলের আবিষ্কারক প্রয়াত কাজী হামিদুল হকের স্মৃতির উদ্দেশে।

ষড়জের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন, এবার সর্বোচ্চসংখ্যক সাঁতারু বাংলা চ্যানেল সাঁতারে অংশ নিচ্ছেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article