পরিবহণ ভাড়ার নৈরাজ্য বন্ধে দেশে প্রথমবারের মতো অ্যাপস চালু!
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১১:৩২, রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

পরিবহণ ভাড়ার নৈরাজ্য বন্ধ করতে দেশে প্রথমবারের মতো ভাড়া অ্যাপস চালু করল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।
গুগল প্লেস্টোর থেকে যে কেউ ‘হ্যালো সিএমপি’ অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা নগরীর ১৭টি রুটের মধ্যে তাদের গন্তব্যের নির্ধারিত ভাড়া জানতে পারবেন।
একইসাথে কোনো পরিবহনে অতিরিক্ত ভাড়া দাবি করা হলে সে বিষয়েও অভিযোগ করতে পারবেন।
অ্যাপটির ‘বাসভাড়া’ অপশনে গিয়ে গন্তব্যে ক্লিক করে রুট নম্বর দিলেই ভাড়ার পরিমাণ দেখা যাবে।
এছাড়া বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা হলে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ জানানো যাবে।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ বাসচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।
২৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এসব তথ্য দিয়েছেন।