২০২৪ সাল পর্যন্ত করোনা হাত থেকে রেহাই পাবে না বিশ্ববাসাী

আন্তর্জাতিক ডেস্ক: এত সহজে মিলছে না মুক্তি। আগামী দু'বছর কোভিড-১৯ (Covid-19)-কে সঙ্গে নিয়েই জীবন কাটাতে হবে সাধারণ মানুষকে। এমনটাই ভবিষ্যৎবাণী শোনালেন ফাইজারের (Pfizer) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাইকেল ডলস্টেইন।
সম্প্রতি তিনি বলেন, 'আগামী ২০২৪ সাল পর্যন্ত বিশ্বের বেশ কয়েকটি দেশে জারি থাকবে অতিমারি। তবে কিছু দেশগুলোতে এই কোভিড রোগটি মহামারীতে পরিণত হবে। সংক্রমণ বৃদ্ধি পেলেও তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে প্রশাসনের হাতে।' তাঁর এই ভবিষ্যৎবাণীতে আলোড়ন পড়েছে চিকিৎসকমহলে।
একইসঙ্গে মাইকেল ডলস্টেইনের আরও বলেন, 'প্রতিটি দেশ কীভাবে এবং কত দ্রুত সকলকে টিকা দিতে পারছে এবং টিকার প্রভাবে মানুষের শরীরে ইমিউনিটি কতটা তৈরি হচ্ছে, তার উপর নির্ভর করবে কোভিড-১৯ এর ক্ষমতা। ভ্যাকসিনেশনের হার কম হলে কোভিড আরও বেশি সময় ধরে বিশ্বে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।'
পাশাপাশি ডেল্টা (Delta), ওমিক্রনের (Omicron) মতো নতুন ভ্যারিয়ান্টের কারণে অতিমারির আরও দীর্ঘমেয়াদি হতে পারে বলেও তাঁর আশঙ্কা।