আর্জেন্টিনায় হবে গণহত্যার বিচার :

নিজ দেশে ফেরার আশা দেখছেন রোহিঙ্গারা !

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৪৫, মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮
রোহিঙ্গা পরিবার
রোহিঙ্গা পরিবার

বাংলাদেশে  আগমনের  চার বছর পর এখন পর্যন্ত  রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে না পারলেও অবশেষে ইউনিভার্সেল জুরিসডিকশন’ (সর্বজনীন এখতিয়ার) নীতি প্রয়োগের মাধ্যমে গণহত্যার বিচার ও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার সেই আশা তৈরি হয়েছে।

 

জানা গেছে, মিয়ানমারে সেনাবাহিনীর সেই গণহত্যার বিচারের বিষয়টি উঠছে আর্জেটিনার আদালতে। আন্তর্জাতিক আইন অনুসরণ করে এখানে প্রধান্য পাবে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার শাস্তি, সেই সাথে নিশ্চিত করা হবে রোহিঙ্গাদের অধিকার।

বিশ্বের যেকোনো স্থানে সংঘটিত গুরুতর অপরাধের বিচার করার যে অধিকার ‘ইউনিভার্সেল জুরিসডিকশন’ (সর্বজনীন এখতিয়ার) নীতিতে আছে তা প্রয়োগ হবে এই গণহত্যার বিচারের জন্য।

উল্লেখ্য ‘ইউনিভার্সেল জুরিসডিকশন’ আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ নীতি হিসেবে স্বীকৃত, যার প্রচলন শুরু হয় ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। পরবর্তীতে ১৯৮৪ সালে এটি নির্যাতন বিরোধী সনদের মতো আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ সনদে স্থান পায়।

আর্জেন্টিনার আদালতে বিষয়টি উঠার এই সিদ্ধান্ত শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, বিশ্বের যেকোনো স্থানে নিপীড়িতদের জন্য আশার আলো দেখাবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

যুক্তরাজ্যভিত্তিক রোহিঙ্গাদের সংগঠন বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের (ব্রুক) সভাপতি তুন খিন ২০১৯ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো আর্জেন্টিনায় ওই মামলা শুরুর জন্য আবেদন করেছিলেন। মূলত এরপর থেকেই আর্জেন্টিনার আদালতের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং ও বর্তমান নেতৃত্বের অনেক জ্যেষ্ঠ সদস্যসহ মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে এ মামলা শুরুর ঐতিহাসিক পদক্ষেপ নেয়।

এদিকে, আর্জেন্টিনার আদালতের এ সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জার’ বলছেন সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত এম শহীদুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে), আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) রায় যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় তবে তা বড় ধরনের ‘গেম চেঞ্জার’ হবে। আইসিজেতে এরই মধ্যে অন্তর্বর্তী আদেশ আমাদের প্রত্যাশা অনুযায়ী চলে এসেছে।’

আইসিসি, আইসিজের সিদ্ধান্তগুলো নাগরিকত্বের অধিকারসহ রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়ার পথ দেখাবে। আর্জেন্টিনার সিদ্ধান্ত এই প্রক্রিয়াকে আরো জোরালো করবে বলেও জানান শহীদুল হক।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


কাজাখস্তান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের বৈঠক: ভিসা চুক্তি স্বাক্ষরিত

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান

আজ মীনা দিবস

ঋণের পুরো টাকা ফেরত দিল শ্রীলঙ্কা

আগামী নির্বাচন সুষ্ঠু-অংশগ্রহণমূলক হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসা বিধিনিষেধে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম বা সংখ্যা প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র - ফাইল ছবি

ভিসা বিধিনিষেধে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম বা সংখ্যা প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র

যুদ্ধের পথ পরিহার করে শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন : জাতিসঙ্ঘে প্রধানমন্ত্রী

যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের স্যাংশন দেবে: প্রধানমন্ত্রী

ভিসানীতি কার্যকরের অন্যতম উদ্দেশ্য হলো সহিংসতা কমানো: ডোনাল্ড লু

‘বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ, ২০৩৭ সালে হবে ২০তম’

ভিয়েতনামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর আহ্বান