মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিচ্ছে বাংলাদেশ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:২৩, সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৫ পৌষ ১৪২৮

নিজস্ব প্রতিবেদক : মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিতে যাচ্ছে বাংলাদেশ। দ্বীপ দেশটির সঙ্গে মিলিটারি ডিপ্লোম্যাসির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালদ্বীপ সফরের সময়ে এই যানগুলো হস্তান্তর করা হবে। 

১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রদেয় ১৩টি সেনাযান বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।’

যানগুলো ২ ও ১২ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছেছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের আর্মড ফোর্সেস ডিভিশন বিষয়টি দেখছে এবং মালদ্বীপের অনুরোধের পরিপ্রেক্ষিতে গাড়িগুলো তারা নির্বাচন করেছে। নির্বাচনের পরে আমরা মালদ্বীপ সরকারকে বিষয়টি জানাই এবং তখন তারা এটি নিতে আগ্রহ প্রকাশ করে।’

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত দেশ মালদ্বীপে অনেক বাংলাদেশি কাজ করছেন এবং আগামীতে সেখানে কাজের সম্ভাবনা বাড়বে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, ‘এবারের সফরে বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে।’

এর আগে কিছু স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছিল বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার মালের উদ্দেশে রওনা হবেন এবং এবং ২৪ ডিসেম্বর ঢাকায় ফিরবেন।

Share This Article


থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

র‌্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত

প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন

কাতারের কাছে দীর্ঘমেয়াদি জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ

নারীদের গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণের সুপারিশ

চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৫ জুন

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

পুলিশ শুধু আইনশৃঙ্খলায় নয়, মানবিকতায়ও নজির স্থাপন করেছে

কোন রুটে কত বাড়ছে ট্রেনের ভাড়া

প্রচণ্ড গরমে শিশুরা বেশি কাবু ৫ রোগে

কাতারের সঙ্গে বাংলাদেশের ১০ চুক্তি-সমঝোতা স্বাক্ষর

কেমন থাকবে আজকের আবহাওয়া