বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের মানুষের মুক্তি: শিল্পমন্ত্রী
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৪, রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৪ পৌষ ১৪২৮

বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বাঙালি এবং বাংলাদেশের মানুষের মুক্তি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
রোববার রাজধানীর মতিঝিলে শিল্প ভবনে মহান বিজয় দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তি নির্ভর আধুনিক ও উন্নত শিল্পায়ন ব্যবস্থা গড়ে তুলতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এরই মধ্যে এর সুফল আমরা ভোগ করছি।
তিনি আরও বলেন, আসুন আমরা জাতির পিতার সেই ভাবনা থেকে দেশ ও দেশের মানুষকে ভালবাসি। সবাই মিলে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনার আলোকে শিল্প-কারখানা গড়ে তুলতে মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দফতর/সংস্থা প্রধানদের প্রতি আহ্বান জানান তিনি।
বিষয়ঃ
আওয়ামী লীগ