ওমিক্রণ ঠেকাতে ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩৩, মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮
ওমিক্রণ
ওমিক্রণ

নিউজ ডেস্কঃ ওমিক্রনের প্রবেশ ঠেকাতে এরই মধ্যে নড়েচড়ে বসেছে দেশের স্বাস্থ্য বিভাগ। সবক্ষেত্রে বাড়ানো হয়েছে নজরদারি। তবে টিকা নেয়া নিয়ে এখনো মানুষের মধ্যে অনাগ্রহ দেখা দেওয়ায় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, নো মাস্ক নো সার্ভিস নয় এখন থেকে, নো ভ্যাকসিন নো সার্ভিস।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

ওমিক্রণ ঠেকাতে নতুন সিদ্ধান্ত নিয়ে মন্ত্রী বলেন, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও বিয়ের অনুষ্ঠানগুলো সীমিত করতে জেলা পর্যায়ের কমিটিকে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে নতুন কোনো অনুষ্ঠান আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে। 

বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া আফ্রিকা থেকে আসা নাগরিকদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে, ওমিক্রন ঠেকাতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আফ্রিকা থেকে কেউ যাতে না আসেন সেটি চায় সরকার, যদি কেউ আসেন তাহলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে এ কথা জানিয়ে করোনার নতুন এ ভ্যারিয়েন্ট মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও কঠোর হওয়ার কথা জানান তিনি।

বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম ওমিক্রন। আফ্রিকায় প্রথম মিউটেশন হলেও করোনা ভাইরাসের এ ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে ইউরোপ আমেরিকায়। এরই মধ্যে এশিয়াও বেশ কিছু দেশে শনাক্ত হয়েছে এ প্রকৃতি। বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ওমিক্রন ঠেকাতে সকলকে স্বাধ্যবিধি মানতে হবে গণজমায়েত না করতে অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী বলেন, দেশে করোনার প্রকোপ কমায় যে ঢিলেঢালাভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে। 

Share This Article


হাতিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ৯৬০টি নির্মিত ঘর হস্তান্তর

বিএনপি চায় না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক: নিখিল

পদ্মা সেতু দেখতে যাবেন চীনা ভাইস মিনিস্টার

ঢাকা-বেইজিং বৈঠক আজ

আওয়ামী লীগ মসজিদ মাদরাসার সর্বোচ্চ উন্নয়ন করেছে: আইসিটি প্রতিমন্ত্রী

গাজীপুরে গণতন্ত্রের জয় হয়েছে: কাদের

প্রতীক পেলেন প্রার্থীরা, শুরু প্রচার-প্রচারণা

ভিসানীতি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

'গাজীপুর সিটির ভোট নিয়ে অত্যন্ত সন্তুষ্ট ইসি'

উদ্ভাবনী নানা প্রযুক্তিই পারে দেশকে উন্নত করতে : স্থানীয় সরকারমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বিরোধী দলের ওপরও বর্তাবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে ৫ মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল