বেসরকারি স্কুলে ভর্তির লটারি আজ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১ম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২২ সালের ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ধানমন্ডির জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে।
লটারি কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্যানুযায়ী, বেসরকারি স্কুলে ভর্তিতে প্রায় সাড়ে ৯ লাখ আসনের মধ্যে ৬ লাখ আসন শূন্য থাকবে।
দেশের ২ হাজার ৯০৭টি বিদ্যালয়ে ৩ লাখ ৬৪ হাজার ৭০৭ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। বাকি আসনগুলোতে ভর্তির জন্য কেউ আগ্রহ প্রকাশ করেনি।
বেসরকারি স্কুলে ভর্তির জন্য গত ২৫ নভেম্বর অনলাইন আবেদন শুরু হয়। আবেদন চলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
উদ্বোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা http://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানতে পারবেন।
এর আগে, গত ১৫ ডিসেম্বর সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। এতে ৭৫ হাজার ৯৬৯ শিক্ষার্থী নির্বাচিত হয়।
ওইদিন বিকেলে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সরকারি স্কুলগুলোয় ভর্তির জন্য ডিজিটাল লটারি ও ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।