‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ১২১.৫ মিলিয়ন ডলারের বক্স অফিস রেকর্ড গড়ল
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১০:২১, রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ৪ পৌষ ১৪২৮

মার্ভেল সিরিজের সর্বশেষ মুভি এটি। গত শুক্রবার চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনেই এক বিশাল নজির সৃষ্টি করেছে।
সনি এন্টারটেইনমেন্ট বলছে সপ্তাহ শেষে নো ওয়ে হোম চলচ্চিত্রটি অন্তত ২৪২ মিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়বে।
কোভিড মহামারীর পর এটি কোনো চলচ্চিত্রের মুক্তির দিনেই দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে।
২০১৫ সালে ‘স্টার ওয়ারস: দি ফোর্স এ্যাওয়াকেন্স’ মুক্তি পর সাত দিনে আয় করেছিল ২৪৭ মিলিয়ন ডলার। কিছু চলচ্চিত্র বোদ্ধা বলছেন নো ওয়ে হোম ওই আয়কেও ছাড়িয়ে যেতে পারে।
দুই বছর কোভিড মহামারির পর ফের ওমিক্রন শঙ্কার মধ্যে নো ওয়ে হোম মুক্তি পেল এবং ইতিমধ্যে চলচ্চিত্র শিল্প বক্স অফিসের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে।
এ বছর ‘এ কোয়ায়েট প্লেস, পার্ট টু’, ‘এফ ৯: দি ফাস্ট সাগা’ এবং ‘ শ্যাং-চি এন্ড দি লিজেন্ড অব দি টেন রিংস’এর মত চলচ্চিত্রগুলো মুক্তি পেতে যাচ্ছে।
বিষয়ঃ
তারকা