দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:১৫, মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ অনেকটাই লাফিয়ে বাড়ছে। করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে দেশটিতে চলতি সপ্তাহে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সোমবার শীর্ষস্থানীয় এক ভাইরাসবিদ সতর্ক করেছেন।

এনবিসি নিউজ জানায়, দক্ষিণ আফ্রিকার যে প্রদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে, সেখানে কোভিডে আক্রান্ত লোকজনের হাসপাতালে ভর্তির হার দ্রুত বাড়ছে।

দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট ফর কমিউনিক্যাবল ডিজিজ (এনআইসিডি) এর তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুর তুলনায় দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি ৬৩ শতাংশ বেড়েছে।

সবচেয়ে বেশি বেড়েছে গাওটেঙ প্রদেশে। এর প্রদেশেই দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহান্সবার্গ অবস্থিত। সেখানে চলতি মাসের শুরুর তুলনায় কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার ৪০০ শতাংশ বেড়েছে।

ব্রিটেনের ডেইলি মেইল অনলাইন জানায়, গাওটেঙ প্রদেশে চলতি সপ্তাহে ৫৮০ জন করোনা আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই সপ্তাহ আগে এ সংখ্যা ছিল ১৩৫।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য পর্যবেক্ষকদের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার ২ হাজার ৮০০-এর বেশি লোকের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়, যা আগের সপ্তাহে গড়ে ছিল ৫০০। এর আগের সপ্তাহে দেশটিতে গড়ে ২৭৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞাপ্তিতে ড. সেলিম আবদুল করিম বলেন, ‘আমরা সংক্রমণ তীব্র হওয়ার আশংকা করছি। সপ্তাহান্তে দৈনিক সংক্রমণ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।’

এ পরিস্থিতির মধ্যে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরাও তীব্র সংক্রামক করোনার নতুন ধরনের ঘোষণা দিয়েছেন। তবে স্বাস্থ্যমন্ত্রী জো ফালা বলেছেন, একেবারেই আতংকিত হওয়ার কিছু নেই।

গত ডিসেম্বরের বেটা ধরনের উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আগেও এ ধরনের সংক্রমণ দেখেছি।’ প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ২৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৯ হাজার ৭৯৭ জন।

বিষয়ঃ কোভিড-১৯

Share This Article


এবার ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

সেরেলাক নিয়ে ভয়ংকর তথ্য : শিশুরা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হতে পারে

ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কী করবে ইসরায়েল

ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার

প্রকাশ্যে এলো ভয়াবহ তথ্য, এক বোমায় মৃত্যু হাজারো ফিলিস্তিনি ভ্রুণের

ইসরাইলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সুখবর পেল ইরান

বন্দি ফিলিস্তিনিদের ওপর যেসব ভয়াবহ নির্যাতন চালায় ইসরাইল

এবার ইসরাইলে হামলা হিজবুল্লাহর, আহত ১৩

ইরানের সঙ্গে কখন যুদ্ধে জড়াবে, জানাল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩

‘জর্ডান প্রমাণ করতে চেয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহযোগী’

ইউক্রেন যুদ্ধ অবসানে চীনের প্রতি যে আহ্বান জানাল জার্মানি