ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুতগতিতে ছড়াচ্ছে ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নয়া ধরন ওমিক্রন নিয়ে নতুন কিছু তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা বলছে, প্রতি দেড় থেকে তিনদিনে ওমিক্রন রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে। শনিবার (১৮ ডিসেম্বর) এসব জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে উল্লেখযোগ্য দ্রুতগতিতে ছড়াচ্ছে ওমিক্রন। জাতিসংঘের হেলথ এজেন্সি জানিয়েছে, এখন পর্যন্ত ৮৯টি দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন।
এদিকে বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের হার ১ শতাংশের নিচে নেমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষা করা হলে ১২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে। যেখানে শনাক্তের হার ০ দশমিক ৮৭ শতাংশ।
শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।