‘আমরা কোনো মানবতা লঙ্ঘন করিনি’

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, র্যাব ও এর সাবেক এবং বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অন্যায় ও ভিত্তিহীন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের বিশেষ সাধারণ সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেছেন, আমরা কোনো মানবতা বা হিউম্যান রাইর্টসকে লঙ্ঘন করিনি। আইনের ভিত্তিতেই দেশ পরিচালিত হচ্ছে। র্যাব দায়িত্বশীল ভূমিকা রাখছে। বিশেষ করে জঙ্গি ও ধর্মীয় সন্ত্রাসীদের দমনে যে সফলতা দেখিয়েছে, সেটি সারা পৃথিবীতে উদাহরণ। যুক্তরাষ্ট্রকে তাড়াতাড়ি নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার অনুরোধ করছি।
ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, যেখানে জনগণের নির্বাচিত সরকার রয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি ও সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালনা করছি। বিএনপিসহ কোনো বিরোধী নেতাকর্মীকেই দেশে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়নি। যুদ্ধাপরাধীদেরকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ফাঁসি ও জেল দেওয়া হয়েছে। কোথায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা আমার বোধগম্য নয়।
বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের আহ্বায়ক প্রফেসর মো. ফজলে আলীর সভাপতিত্বে সাবেক রাষ্ট্রদূত নীম চন্দ্র ভৌমিক ও বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।