স্বাস্থ্যকর্মীদের দিয়ে রোববার শুরু হবে বুস্টার ডোজ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২১, শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৩ পৌষ ১৪২৮
আগামীকাল শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ
আগামীকাল শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

নিজস্ব প্রতিবেদক: বেশ কয়েকদিন ধরেই বুস্টার ডোজ নিয়ে পত্রপত্রিকায় অনেক আলোচনা দেখা যায়। কবে নাগাদ এটি শুরু হবে এই নিয়ে সবাই অপেক্ষায় রয়েছে। 

চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনার টিকার বুস্টার ডোজের প্রাথমিক ট্রায়াল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

১৮ ডিসেম্বর(শনিবার) বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে যুক্ত হয়ে এই তথ্য দেন মঈনুল আহসান।

তিনি জানান, ১৯ ডিসেম্বর (রোববার) থেকে স্বাস্থ্যকর্মীদের দিয়ে প্রাথমিক ট্রায়াল শুরু হবে। পরে বয়স্কদের টিকা দেওয়া হবে।

মঈনুল আহসান বলেন, প্রাথমিক পর্যায়ে খুব বড় করে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে না। যেকোনো টিকার ক্ষেত্রেই আমরা শুরুতে সতর্কতামূলকভাবে কিছু জনগোষ্ঠীকে দিয়ে শুরু করি। এরপর কিছুদিন পর্যবেক্ষণের পর বড় আকারে শুরু করি। বুস্টার ডোজের ক্ষেত্রেও এমনটা হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আগামীকাল থেকে দেশে করোনার বুস্টার ডোজ শুরু হবে। তার নির্দেশনা অনুযায়ী আমরা বেশ কিছুদিন আগে থেকেই এটি নিয়ে কাজ করছিলাম।

তার বক্তব্যের মধ্য দিয়ে প্রায় অনেকটাই নিশ্চিত হওয়া গেল কারা এবং কবে থেকে বুস্টার ডোজ নেয়া শুরু করছে।

বিষয়ঃ কোভিড-১৯

Share This Article