মরুভূমির ‘ত্বিন’ ফল এখন চাষ হচ্ছে বাংলাদেশে!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫০, শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৩ পৌষ ১৪২৮
‘ত্বিন’
‘ত্বিন’

গাজিপুর, খুলনা, দিনাজপুর, বগুড়া, ডুমুরিয়াসহ দেশের বিভিন্ন এলাকায়  ‘ত্বিন’ ফলের  চাষ হচ্ছে।

 

কৃষি বিভাগ প্রযুক্তিগত সহায়তাসহ নানাভাবে এই ফল চাষে চাষিদের সহায়তা প্রদান করছে।

গাছপাকা এক কেজি ত্বিন ফলের গড় বাজারমূল্য ১ হাজার টাকা।

এই ফলের গাছ ১০০ বছর পর্যন্ত বাঁচে। চারা লাগানোর তিন মাসের মধ্যে গাছে শতভাগ ফল ধরে।

‘ত্বিন’ ফল ক্যানসার প্রতিরোধ ছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি ও হাঁপানি রোগ নিরাময় এবং মানসিক ক্লান্তি দূর করে।

ত্বিন ফল চাষকে লাভজনক করতে পারলে বেকার তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share This Article