ভাসানচরের পথে আরও ৫৫২ রোহিঙ্গা!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২৮, শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৩ পৌষ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

নিজস্ব সংবাদদাতা: কক্সবাজারের আশ্রয়শিবির থেকে ১৭ ডিসেম্বর ২৭টি বাসে অষ্টম দফায় আরও ৫৫২ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে।

 

গত বছরের ৪ ডিসেম্বর থেকে সাত দফায় প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া গত বছরের মে মাসে ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়েছিল।

উল্লেখ্য, রোহিঙ্গাদের উন্নত জীবন-যাপনের জন্য নোয়াখালীর ভাষানচরে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ১৩ হাজার একর আয়তনের ‘ভাসানচর আশ্রয়ণ প্রকল্প’ বাস্তবায়ন করেছে সরকার ।

Share This Article