‘আমাদের পূর্বসূরিরা দেশের বিভিন্ন আন্দোলনে রক্ত দিয়ে ত্যাগ স্বীকার করেছে’

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:১৩, শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ২ পৌষ ১৪২৮

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের জন্য হয়তো আর রক্ত দিতে হবে না, কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। যার যার জায়গা থেকে  দায়িত্ব সঠিকভাবে পালন করুন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিলভার জুবিলি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, ‘আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি, যখন দেশের জন্য সবারই কিছু করণীয় আছে। দেশের ব্র্যান্ডিং করতে হবে। সারা বিশ্বে দেশটি কী পরিচয়ে পরিচিত হবে, তা নির্ভর করবে আমরা আমাদের কাজটা কতটা এগিয়ে নিতে পারছি তার ওপর।’


শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের পূর্বসূরিরা স্বদেশি আন্দোলন করেছেন, মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করতে রক্ত দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। আমাদের দেশের স্বাধীনতার জন্য অনেক রক্ত দিতে হয়েছে। মা-বোনকে নির্যাতনের শিকার হতে হয়েছে। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। গণতন্ত্রের জন্য সামরিক স্বৈরশাসন, অসামরিক স্বৈরশাসনসহ নানারকম স্বৈরশাসনের যাতাকলে পিষ্ট হতে হয়েছে আমাদের। 

তিনি আরও বলেন, গণতন্ত্র আনতে গিয়ে সতীর্থরা অনেক রক্ত দিয়েছেন। কিন্তু এখন এমন একটি জায়গায় আমরা পৌঁছেছি, হয়তোবা আমাদের আর রক্ত দেওয়ার প্রয়োজন নেই, কারাবরণ করার প্রয়োজন নেই। কিন্তু অনেক অভিষ্ট লক্ষ্য আমাদের রয়েছে।’

Share This Article


সোমবার সব বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

ছয় বোর্ডের ২ দিনের এসএসসি পরীক্ষা স্থগিত

কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ রাষ্ট্রপতির

ডেন্টালে ভর্তি পরীক্ষার পরের দিনই ফল প্রকাশ

ডেন্টাল ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬৮ জন

১৭৮ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

দেশসেরা জাবির ৬ ছাত্রী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী ২০ লাখ

ঢাবির চারুকলায় ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়ছে ৫৪ শিক্ষার্থী

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন চলছে

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি

জুলাইয়ের পরিবর্তে আগস্টে হচ্ছে এইচএসসি পরীক্ষা