রাজধানীর বাড্ডায় ট্রাকের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১১:৫৮, শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ২ পৌষ ১৪২৮

ফাইল ফটো
ঢামেক প্রতিনিধি
রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবুল হোসেন (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত ১টার দিকে মধ্য বাড্ডার হোসেন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আবুল হোসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
নিহতের ভাতিজা শাহিন আলম রাব্বি জানান, কাজ শেষে রাতে তার চাচা বাইসাইকেল যোগে টঙ্গীর নিজ বাসায় ফিরছিলেন। মধ্য বাড্ডা হোসেন মার্কেট এলাকায় পৌঁছলে একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়।
পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে ভোরের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার এসআই বশিরুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।