ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় ৩ শ্রমিক নিহত
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সকাল ০৯:৪৫, শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ২ পৌষ ১৪২৮

ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মৃত্যু হয়েছে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর।
শুক্রবার ভোরে উপজেলার বৈশামুড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া, শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ।
এ ঘটনায় খেঁজুর মিয়া ও কামাল মিয়া নামে আরও দুই জন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে বিজয়নগর উপজেলার চান্দুরায় ইটভাটায় যাচ্ছিলেন ওই পাঁচ শ্রমিক। পথে বৈশামুড়া এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান।
বিষয়ঃ
বাংলাদেশ