যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে আলাপ নিয়ে যা বললেন আব্দুল মোমেন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২০, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ১ পৌষ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ফোনে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে। বুধবার সন্ধ্যায় ব্লিঙ্কেনের সঙ্গে মোমেনের ৩০ মিনিটের মতো আলাপ হয়।

 

দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যে আলাপের বিষয়ে আব্দুল মোমেন বলেন, যৌথভাবে দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপন নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ বিষয়েও কথা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, র‌্যাব গঠনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো রকম বাড়াবাড়ি করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়। তাই র্যা বের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অত্যন্ত অপ্রত্যাশিত।  কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিয়মিত আলোচনা হচ্ছে।  অথচ এ সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্র তা বাংলাদেশকে জানায়নি। অপ্রত্যাশিতভাবে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা বাংলাদেশের জন্য অসুবিধার সৃষ্টি করে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বলেন,  ভবিষ্যতে আমাদের অনেক বিষয়ে কাজ করার সুযোগ আছে। আপনাদের বিশেষ কিছু থাকলে আমাদের জানাবেন। আমাদের সঙ্গে আলোচনা না করে কোনো ব্যবস্থা নেবেন না। আপনার কাছে যখন আমার নম্বরটা আছে, যে কোনো সময় আপনি আমাকে ফোন করতে পারেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, আপনার কোনো ইস্যু থাকলে আপনিও আমাকে সরাসরি ফোন করবেন।

র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ব্লিঙ্কেনের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, এ বিষয় নিয়ে তিনি কিছু বলেননি। তিনি আলাপ করবেন বলে জানিয়েছেন। 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


‘রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে’

‘রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের আইনের আওতায় আনা হবে’

চার দফা না মানলে আট দফা নিয়ে কথা বলার সুযোগ নেই

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী

তালিকা হচ্ছে গা-ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের

আত্মগোপনে বিএনপি নেতা-কর্মীরা

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার আনা এখন সময়ের দাবি: আরেফিন সিদ্দিক

আন্দোলনকারীদের থেকে ইতিবাচক বার্তা পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের নিজগৃহে অবস্থানের অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের

‘কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে’

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ