যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে আলাপ নিয়ে যা বললেন আব্দুল মোমেন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২০, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ১ পৌষ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ফোনে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে। বুধবার সন্ধ্যায় ব্লিঙ্কেনের সঙ্গে মোমেনের ৩০ মিনিটের মতো আলাপ হয়।

 

দুই পররাষ্ট্রমন্ত্রী মধ্যে আলাপের বিষয়ে আব্দুল মোমেন বলেন, যৌথভাবে দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপন নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ বিষয়েও কথা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, র‌্যাব গঠনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো রকম বাড়াবাড়ি করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়। তাই র্যা বের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অত্যন্ত অপ্রত্যাশিত।  কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নিয়মিত আলোচনা হচ্ছে।  অথচ এ সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্র তা বাংলাদেশকে জানায়নি। অপ্রত্যাশিতভাবে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা বাংলাদেশের জন্য অসুবিধার সৃষ্টি করে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বলেন,  ভবিষ্যতে আমাদের অনেক বিষয়ে কাজ করার সুযোগ আছে। আপনাদের বিশেষ কিছু থাকলে আমাদের জানাবেন। আমাদের সঙ্গে আলোচনা না করে কোনো ব্যবস্থা নেবেন না। আপনার কাছে যখন আমার নম্বরটা আছে, যে কোনো সময় আপনি আমাকে ফোন করতে পারেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, আপনার কোনো ইস্যু থাকলে আপনিও আমাকে সরাসরি ফোন করবেন।

র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ব্লিঙ্কেনের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, এ বিষয় নিয়ে তিনি কিছু বলেননি। তিনি আলাপ করবেন বলে জানিয়েছেন। 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে আবার জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী

১৭ মিনিটের ব্যবধানে চলে গেলেন দুই এমপি

উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন চলবে না : রাষ্ট্রপতি

লন্ডনের পথে প্রধানমন্ত্রী

‘দেশে ১৮ বছর হওয়ার আগেই ৫১ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে’

সংসদ সদস্য শাহজাহান কামাল মারা গেছেন

মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আব্দুস সাত্তার

কঠোর নিরাপত্তায় পাবনায় পৌঁছল রূপপুর প্রকল্পের

প্রধানমন্ত্রী‌কে জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানা‌লেন মো‌দি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

যেসব জেলায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

সফলভাবে দেশে এলো রূপপুরের জন্য ইউরেনিয়াম