পরকীয়া করতে গিয়ে ধরা পড়ার ভয়ে পাঁচতলার বারান্দা থেকে ঝাঁপ!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩৮, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ১ পৌষ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

প্রতীকী ছবি।

প্রেমিকার স্বামীর হাতে ধরা পড়ার ভয়ে পাঁচতলা ফ্ল্যাটের বারান্দ থেকে লাফ দিলো প্রেমিক। এতে মৃত্যু হয়ে ভারতের জয়পুরের উনত্রিশ বছরের যুবকের। ঘটনার পর থেকে পলাতক আছেন প্রেমিকা ও তার স্বামী। খবর সংবাদ প্রতিদিনের।

 

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম মোহসিন। বাড়ি ভারতের উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রামে। তবে বেশ কিছুদিন ধরে তিনি ওই নারীর সঙ্গে জয়পুরের প্রতাপ নগর এলাকার একটি ভাড়ার ফ্ল্যাটে থাকতেন। ওই নারীর দুই কন্যাও রয়েছে। তারাও তাদের মা ও মোহসিনের সঙ্গেই ছিল।

পুলিশ আরও জানায়, দুই আগে ওই নারীর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে মোহসিনের। পরে তাকে নিয়ে পালিয়ে আসেন। সম্প্রতি নারীর স্বামী খোঁজ পান, মোহসিন ও তাঁর স্ত্রী জয়পুরে রয়েছে।

গত রোববার সকালে ওই ভবনের ফ্ল্যাটে চলে আসেন নারীর স্বামী। সেই সময় ফ্ল্যাটে নারী ও মোহসিন দু’জনেই ছিলেন। এরপর প্রেমিকার স্বামীকে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন মোহসিন। কিছু বোঝার আগেই পাঁচতলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঝাঁপ দেন। এতে গুরুতর আহত হন মোহসিন। পরবর্তীতে তাকে স্থানীয় এসএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সোমবার রাতে মোহসিনের মৃত্যু হয়।

প্রতাপ নগর পুলিশ স্টেশনের কর্মকর্তা বলবীর সিং জানান, এই ফ্ল্যাটে তারা সম্প্রতি উঠেছে। এর আগে তারা জয়পুরেরই অন্য এলাকায় বাস করতো। এদিকে ঘটনার পর থেকেই মোহসিনের প্রেমিকা ও তার বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। মোহসিনের দেহ তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।

বিষয়ঃ ভারত

Share This Article


ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, তৈরি হবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

মুক্তি পেলেন পিটিআই নেতা কুরেশি

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ভারতের রুশ-নির্ভরতা কমাতে যা করবে জার্মানি

প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

যে অঙ্গীকার করলেন তুরস্কের নতুন প্রতিরক্ষামন্ত্রী

ভারতে ট্রেন দুর্ঘটনা: এখনও শনাক্ত হয়নি ১০১ মৃতদেহ

ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

চলতি সপ্তাহেই সৌদিতে ফের দূতাবাস চালু করছে ইরান

হঠাৎ নমনীয় যুক্তরাষ্ট্র-চীন

রুশ হামলায় ইউক্রেনের ২৫০ সেনা নিহত

সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, উগান্ডার ৫৪ সেনা নিহত